বন্ধ মুঠো, দুহাত কেবল গোপন করে
নিজের থেকে লুকিয়ে রাখে কতেক মায়া
বুকের ভেতর হারিয়ে যাওয়া লুপ্ত নদীর
একুল ওকুল, বাতাস ধুলো গাছ গাছালি
বন্ধ মুঠোয় একলা পুকুর অশথ পাতা
কুড়িয়ে নেয়া আড়মোড়া রাত তিন প্রহরী
ভোর সকালের শিশির, দুপুর অদরকারী
অবাক আকাশ মান অভিমান কান্না গুলো।
পুটলি বাঁধা স্বপ্ন, কিছু ঘোর হতাশা
সাঁঝের বেলায় দোদুল্যমান চিতার আগুন
চোরাবালির শিউরে ওঠা ঠান্ডা পরশ
বন্ধ মুঠোয় তোমার কথা আমার আষাঢ়
বন্ধ মুঠো সামলে রাখা তাই প্রতিদিন
বন্ধ মুঠো বুকের কাছেই থাকলে ভালো
আবক্ষ দিন তাই তো খোঁজে মুঠোর হদিস
বন্ধ মুঠো খুললে জেনো শুধুই ফাঁকা।