কালকে রেতে তিন পিরেতে
ধরলে এসে ভাই,
বললে "লিখিস আবোল তাবোল,
ভুতের ছড়া নাই?


শব্দ সাজাস যেমন খুশি,
বুঝতে পারে কেউ?
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে,
ভুতের ঘরে ফেউ!


কেউ লেখেনা ভূতের ছড়া,
ভন্ড কবির দল
ভুত বলে কি মানুষই নই,
বল তো খুলে বল।"


বলব কি আর, ঝরছে আমার
দরদরিয়ে ঘাম
মাথায় খটাস গাঁট্টা মারে
জপলে রামের নাম।


বলি শেষে সাহস করে
"ভুত কাকারা থামো
চলছে এখন ভোটের বাজার,
ভূতের ছড়া? রামো:


জ্যান্ত যে সব ভুতের খোকা,
তাদের বলে নেতা
বিজবিজিয়ে বাড়ছে তারা,
দারুন তাদের কেতা।


কীর্তি শুনে ভেবলে যাবে,
আজব তাদের কেস
নিত্য নতুন রং মাখে গায়,
নিত্য নতুন ফেস।


এখন ওদের চাই যে বাপু
গরমা গরম ছড়া
পাঁচটি বছর খাবেন ভাবেন
গান্ধীছাপের বড়া।


ভোট ফুরোলে আরাম করে
শোবেন ঠান্ডা ঘরে
শুনব না যে ওদের কথা ,
কয়টা মাথা ধড়ে?


তাই বলি কি ভূত কাকারা
এখন ক্ষ্যামা দাও
ভোটের পরব সামলে ভূতের
লিখব ছড়া যাও।"