মনের আগড় দিলেই খুলে লোভ মেটে কি?
কত না শখ কতই খেয়াল
আগলে পথে অন্ধ দেয়াল
ইচ্ছে দুপুর আনমনা কাল, দেয় ঘেঁটে কি?
স্বপ্ন গুলো হৃদয় পুরে যাই হেঁটে কি?


পদ্য সবুজ আলের পথে চলতে জানি
ঘাসের ডগায় শিশির কণা
মুখ বলে যা অন্তরে না
বিন কারণে মন মানে না, চক্ষে পানি
অন্ধকারের উঠছে তুফান নেই পারানি।


রাস্তা চেনার নেশায় প্রবল দিন এঁকেছি
বুক ভাঙা লাল, বিষ ঢালা নীল
আশমানি মেঘ, দাগ দেওয়া চিল
আনকোরা মন ভাঙলে অমিল, মিল লিখেছি
রক্তে জুড়ে ভাঁটার টানে সুর শিখেছি।


তাই বলে কি বদলাবো না, রাখবো না হাত তোমার হাতে?
তেমন করে ডাকলে না হয় বশীকরণ বলবো তাকে।