পথ কি কখনো শেষ হয়?
শুধু মাঝে মাঝে আসে আদিগন্ত খোলা মাঠ
দখিনা বাতাস।
তখন জিরিয়ে নিও হেমন্তের মতই নাহয়...


সবুজ ঘাসের শিষ ছুঁয়ে,
কুর্চি ফুলের বাসে পরান ডুবিয়ে শ্বাস নিও।
মাথায় পেখম মেলে সুখী হোক একাচোরা গাছ,
বলুক নরম স্বরে
‘অনেক গল্প জমা বুঝি? পারলে শুনিও...'’


মাটির আঁচল খোঁজা ঝরা পাতা
কবিতা লিখুক...
সব ভুলে পড়ে থেকো
ভাষাহীন শব্দহীন অর্থহীন আপনাকে নিয়ে,
একাকীত্ব, সেও এক সুখ।
আলুথালু দিনখানি বুকে ধরে গেয়ে যাক,
গেয়ে যাক নীরব রোদ্দুর।


তারপর,
ছায়া সরে গেলে
উড়ন্ত পায়রার মত ঠিক বুঝে যাবে
যেতে হবে আরো কতদূর।


কোনখানে কি রয়েছে বাকি...
কোথায় শস্য আছে কোথায় যে জল
কোথায় সরাইখানা, সাকী।