গুমসুম সময়ের সধূম ঘোলাটে অবয়বে
অস্থির চারণ গাঁথা লিখে চলা
অভ্যাসের বশে
যেখানে গানের স্রোত, তার পারে ফের পরিচয়
কখনো নিজের সাথে
কখনো বা গোপন আশ্বাসে।
গন্তব্য হারানো চোখ কবে যেন
জেনেছিল রাতে, পড়ে পাওয়া কিছু সুখ
সঞ্চয়ের গাঢ় অভিলাষ
অচেনা আপন হাত ছুঁয়ে নেয়া সাঁঝ মাখা সুরে
বিদায় নেবার আগে
শহরের আনন্দ বিলাস।
শহরে মিছিল এলে ঘুম ভাঙে
যতেক শামুকের
বহুরূপী চেহারায় নতুন মুখোশ দেখি রোজ
সান্ধ্য চায়ের কাপে অবসাদ মেলানো চুমুকে
দাঁড় টানে লাগাতার
অলীক আশঙ্কার বোঝ।
সবুজ শাকের মত ওস মাখা সকালের বাস
এখনো নরম দিন
পড়ে আছে কিছু আশেপাশে
এখনো পেলব রাত এখনো কুর্চি ফোটে বনে
তামাদি হবার আগে
এখনো তো কেউ ভালোবাসে।
তবুও বিষণ্ণ দিন, অবিরাম চিৎকার,
খুঁজে চলা দোষ...
গুমসুম সময়ের ছবি আঁকে আজকাল
জড়ো হওয়া অকারণ রোষ...