এখন তো আর ঘর খুঁজি না।
শ্যামলা বিকেল পাঁক ভরা বিল
পিছল আকাশ, আনমনা চিল
উদাস নদীর চর খুঁজি না,
ঘর খুঁজি না।


জানলা গুলো কেউ খোলেনা
দেখে না কেউ অবাক চোখে,
ক্লান্ত পথে রোদের প্রকোপ
পথ চলেছে অচিন লোকে।
বুকের কোনায় একলা বাতাস
তাও তো আপন পর খুঁজি না
ঘর খুঁজি না।


সুর ছেঁড়া গান তাল কাটা লয়
আর বোঝে না ব্যস্ত হৃদয়,
অন্ধকারের আঁচল চিরে
গন্ধ ফুলের নেই সমীরে।
দগ্ধ বিকেল, শালের মাথায়
কালবোশেখীর ঝড় খুঁজি না
ঘর খুঁজি না।


ঘর গুলো আজ শুষ্কতর
ডাক খোঁজ আজ বড্ড মেকি,
সন্ধে প্রদীপ জ্বলছে তবু
সন্ধেরা আর ভর করে কি?
স্বপ্ন খুঁজেই জীবন গেল
সে সব অবান্তর খুঁজি না
এখন তো আর ঘর খুঁজি না।


ঘর খুঁজি না...