যখন ডাকছে আবার ভোর পাখি
পেলব সকাল কোমল হাওয়ায় পবিত্র
মেলছে পাতা ব্যালকনিতে সবুজ ঘাস
রাত বালিশে গাল ঘষে যায় নরম রোদ


এখন যখন দিনগুলো নয় লোকাল ট্রেন
দুপুর বিকেল জানান দিয়েই যায় আসে
এখন যখন চায়ের কাপেও মেঘের চাষ
নিষিদ্ধ পথ চৌমাথা শোন  মিরকাসেম


চৌকাঠে রোজ হচ্ছে ধুলোর তুষারপাত
পথ ভুলে গেছে, পরিচিত যত এক সাথে
একটেরে সাঁঝ যেন বা আপন, ঘোর আপন
ডানা ঝাপটায় পুরোনো স্মৃতিরা মেঘ রাতের


বেশ সয়ে গেছে, মন্দ তো নয় একলাপন
যেমনটা সয় মুছে রাখা ফটো, একলা তাক
নিজের সঙ্গে কথোপকথন হচ্ছে রোজ
বলি তাই আর বেরিয়ে কি হবে? ঘরেই থাক।


বাইরে বিপদ এক ছুঁলে শেষে কয়েক শো
সময় টেনেছে চৌকাঠ জুড়ে মারণ দাগ
আর কটা দিন ঠিক কেটে যাবে ঘোর বিপদ
আর কটা দিন সামলে নিজেকে ঘরেই থাক।