অবান্তর থাক তবে
চলো হে কাজের কথা বলি
ঘাম খিদে রাজনীতি, ভ্যাকসিন, দলছুট
ভোটরসে মাতাল সকলই
এসবই কাজের আজ, কারা হেসে কত জ্ঞান দিলো
কতটা ঝগড়া হলে, বলা যায় আজ জমেছিল
কতটা নামলে নীচে, আলোচনা হয় অভিজাত
কাল চোর আজ সাধু, বড় গলা,
বোঝা যায় না তো...
বিক্রি হওয়ার লোভে বাঁচা, কেউ এসে নেবে কিনে...
সে হুজুর মাই বাপ,
হাত জোড় কর, রাখো চিনে।
যে যত মিথ্যেবাদী, তার দল আজ তত ভারী
অবান্তর বলো যদি,
তুমিই, হ্যাঁ তুমিই আনাড়ি
তাই থাক সংস্কৃতি, থাক পড়ে আত্মসম্মান
তিন মর্কট হয়ে ঢেকে রাখো
চোখ মুখ ও কান
অতীতকে ভুলে ভাবো
আখের গোছানো যায় যাতে
শাসক আপন স্বার্থে ভিক্ষাপাত্র ধরিয়েছে হাতে।


তবুও অবাক মন মাঝে মাঝে ফোঁস করে বটে
ভুল করে ঠিক হয়, ভুল করে অঘটনও ঘটে।