কখনো অস্পৃশ্য হই।
মেঘে মেঘে চাঁদ ঢেকে গেলে, যখন আঁধার আসে।
অপেক্ষার বড় কোলাহল,
আবাদি অশান্ত করে, নিজেকে মহান ভেবে হাসে।


কখনো বৃষ্টি পড়ে,
লাগাতার ঝরে চলে টিপটিপ দিগন্ত অবধি।
বৃষ্টি বোঝে না কিছু
যেমন বোঝে না গাঢ় আশা। কোনদিন যদি…


কখনো স্বপ্ন দেখি,
পাথরকুচির পাতা শিশিরের বন্ধু হতে চায়।
সময় পেরিয়ে গেলে
হিসেব মেলে কি কারো একলা শীতের সন্ধায়?


কখনো বন্যা আসে।
বানভাসি হয়ে থাকা সবাই শিখতে পারে নাকি!
অনেক ঢেউয়ের দোলে,
আসল বলার কথা চিরদিন রয়ে যায় বাকি।


কখনো একলা থাকি।
বুড়ো বট ঝুরি ফেলে, শিকড়েরা বড়ই জটিল।
শিকড় খুঁজতে গিয়ে,
নিজেকে হারিয়ে বুঝি সেও আজ হয়েছে আবিল।


কখনো অস্পৃশ্য হই।
যতই বাসো না ভালো, মানুষ ছাড়া তো কিছু নই।