অনেক হল হিসেব প্রেমের রাতে
অনেক হল মনের কাঁটাছেড়া
হাওয়ার তোড়ে যায় বয়ে রুমানি
মধ্যিখানে কাঁটাতারের বেড়া


ফুলের তোড়া রইল পড়ে একা
এদেশ ওদেশ বিদেশ বিভূঁই নাকি
জল ছুঁই ছুঁই ঘুমেল চোখের পাতা
ঘুম ফুরোলে উঠোন জুড়ে ফাঁকি


চাই বা না চাই ভুল মিশেছে জলে
সেই জলেতে মন হল বানভাসি
আলগা মুঠো, হাত ছেড়ে যায় বুঝি
মিষ্টি ঠোঁটে সাজিয়ে রাখি হাসি


মানুষগুলো একই রকম ভালো
বুকের ভেতর একই ভাবের ঢেউ
একই ভাষায় স্বপ্ন দেখে রাতে
তফাৎ কোথায় তাই জানেনা কেউ


তবুও ঠিক ঘুম ভেঙে যায় ভোরে
হাতড়ে দেখে অনেক দূরে ডেরা
ভাগ করেছে রাত ফুরোবার আগে
রক্তমাখা কাঁটাতারের বেড়া।