কিছুদিন একা হলে,
আলগোছে শীত আসে বুঝি।
গাছেরা শুষ্ক হয়, পাতারাও শেখে
ঝরে পরা...
কমে আসে জীবন প্রবাহ,
শিরা উপশিরা বেয়ে শুষে নেওয়া
মৃত্তিকার রস।
ফিকে হয় স্নিগ্ধ পরশ।
ঘোর লাগে, খড়ি ওঠে
সময়ের গায়,
বার বার স্বগতোক্তি, আয় ফিরে
ফিরে ফিরে আয়...


কিছুদিন একা হলে
জীবনের বদলায় রূপ
রাত্রি গভীর হলে স্পন্দন গাঢ় হয়
স্মৃতিদের কথকতা চুপ।
তখন আপন খুঁজি
দুহাত ছড়িয়ে দুইপাশে,
বাসী স্বপ্নের গোছা,
হারিয়ে অশ্রু মোছা, এ মন
জীবন ভালোবাসে...


কিছুদিন একা হলে
বের হই ঘেরাটোপ থেকে।
মন খারাপের দিনে, আবার সবুজ খুঁজি,
খুঁজে ফিরি হরিদ্রাভ কাল, খুঁজে ফিরি
সরেস সময়,
কিছু শীত ফুরোলেও
বাকিরা বসন্তে শেষ হয়।


কানে কানে কিছু আনকথা
শুষ্ক দিনেরা যায় বলে, কিছুদিন
একা হলে...