(আজ প্রয়ান দিবসে কবির ছন্দেই কবির প্রতি শ্রদ্ধার্ঘ)


আমাদের রক্ত জুড়ে
যখনই প্লাবন আসে, আবেগ ভাসে দীর্ঘশ্বাসে
যখনই দ্রোহের আগুন
লেলিহান ছড়ায় শিখা রক্তে লিখা অত্যাচারে
টগবগে খুন


তখনই তোমাকে পাই
তোমার ঐ কলম ছোঁয়া হৃদয় চোঁয়া অস্ত্র শানাই
জানি যে লড়তে হবে
তোমাকেই পড়তে হবে
ধরে ঠিক তোমারই পথ যুদ্ধ শপথ
করতে হবে।


কবি তুমি মানুষ বোঝ
পরোয়া নেই তো জাতের ক্ষুধার ভাতের
বা সম্পাতের
সকলের হাত ধরে তাই,
সকলের হাত ধরে তাই
নামলে কাজে ধুলোর সাজে পদব্রজ।


তুমি এক পাগল কবি
দেখালে সাম্য ছবি চেতন রবি উদয় হল
তোমার ডাকে।
ছন্দের দোদুল দোলায়
ছন্দের দোদুল দোলায়
রাগ আর দুঃখ ভোলায়,  ঘোরায় নতুন পথের বাঁকে।


তাই আজ চক্ষু ভিজে
তাই আজ চক্ষু ভিজে ভার কলিজে
তোমার টানে
তোমাকে স্মরণ করি নমন করি এই আসরে
কাব্যে গানে।


নিও গো বুকভরা প্রেম
নিও গো প্রণাম এবং শ্রদ্ধা বকুল
বাংলার বিদ্রোহী প্রাণ
বাংলার বিদ্রোহী প্রাণ পুত্র মহান হে নজরুল।