বলছিলাম কি, মধ্যে মাঝে
নির্বাসনই ভালো।
অনেক কথাই বেরিয়ে আসে
রঙিন ও জমকালো।


কে যে সাধু কোন বেটা চোর
পেরেম যা নয় দৃষ্টি গোচর
রোদ বৃষ্টির ঝালমুড়ি, জোর
মিষ্টি টক আর ঝালও,
তাই তো ভাবি মধ্যে মাঝে
নির্বাসনই ভালো।


বিভুঁই গেলে একলা ঘরে
স্মৃতির ভালুক জাপটে ধরে
কলম থেকে মুক্তো ঝরে
ঘুরিয়ে দেখায় আলো
স্বাদ বদলের হজমি গুলি
নির্বাসনই ভালো।


গেলেন কিনা বছর শেষে
চক্ষু মুছে মুচকি হেসে,
অখাদ্য কুখাদ্য ঠেসে
বদলে গেল চালও
তবু,
সবার কথা ভাবলে টুকুস
নির্বাসনই ভালো।