১। বেদাগ অসম্ভব,তবু ইরেজার চাই।

২। আকাশেই পাখি ওড়ে তাও,
   দানা খুঁটে ডানার রৌনক।

৩। দু চোখ বুজিয়ে বাঁচা, কুল কুল মাচো সাজা।
   বেলুন দেখেছ?

৪। ঠিক কত নীচে গেলে শিরদাঁড়া কাজ করে তবু?
  একা ঘরে আয়নাই জানে।

৫। সব দীপ নিভে গেলে আলো থাকে বুকে।
   তবুও মন্দিরে যাও?

৬। নদীও বাঁকতে জানে,
  সব বাঁকই বেইমান নয়।

৭। শেষ ট্রেন কখনো কি বোঝে,
   পাট না ভাঙ্গা শাড়ীর আক্ষেপ?

৮। তুলসী মঞ্চের সাঁঝ, হরিলুঠ
   হারানো মানুষ ছোঁড়ে স্মৃতির গুড়বাতাসা।

৯। ক' আঁজলা দুঃখে একটা কবিতা লেখা যায়?
    নদী যে হারালো কাল রাতে।

১০।  মশারা জেব্রা হলে ডাক্তার ঘোড়া হয়(মুখেতে লাগাম)
     নাহলে দুধের মাছি। কি রঙ্গে বঙ্গে বেঁচে আছি!