ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে,
        ডাকতেছে ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙ।
লিখছি কি সব উলটো পাল্টা,
        কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং।


ইশকুল আজ ছুটি মোদের,
         আজ আমাদের বৃষ্টিদিন।
আসবেন না মাস্টার মশাই,
        পাচ্ছে যে নাচ তা ধিন ধিন।


ভিজে মাঠে ঘাসের ওপর,
        খেলতে গেলাম ডাংগুলি।
পিছলে ধপাস কাদায় ভেজা,
         চন্দ্র বদন গাঙ্গুলি।


ঝিলের ধারে গাছের ডালে,
        তিনটে পাখির ঝগড়াঝাঁটি।
একটা নাকি মাছ ধরেছে,
        বাকি দুজন দাঁত কপাটি।


বৃষ্টি ধোয়া নীল আকাশে,
        সূর্যি মামা বেজায় খুশ।
ধানের শীষে গঙ্গা ফড়িং,
        ধানের ঘ্রাণে হয় বেহুঁশ।


শাল গাছেরি ডাল পাতাতে,
        আজ সবুজের কি বাহার।
দ্যাখ রে ভূতো চোখটা মেলে,
        রামধনু নয় চন্দ্রহার।


আজ প্রকৃতির প্রাণ খোলা রূপ,
        মোদেরও তাই মন রঙ্গিন।
আজকে ভীষণ আনন্দ ভাই,
        আজ আমাদের বৃষ্টিদিন।