যতই করো ব্যাঙ্গ বন্ধু, যতই করো রঙ্গ
বদলাবো না কোন ভাবেই, বদলাবে না বঙ্গ


চা-দোকানে আড্ডা দেবো, নানান রকম চর্চা
পাড়ার পাগল থেকে শেষে ওবামার হয় তরজা


দুধ-চা কেন খারাপ এবং র-চা কেন ভালো
বিজ্ঞের মতো দেব লেকচার, দেবই জ্ঞানের আলো


কাজের নামে বিষম লাগে, চাকরি কিন্তু করবো
মাইনেটা ভাই দারুন ব্যাপার, খাটতে নাহি পারবো


রাজনীতিতে পোক্ত মোরা সিস্টেমেতেই আছে
নীতি হলো কাশীবাসি, রাজার গোরু গাছে


ফুটবলের ঐ ময়দানেতে মোদের দাপট খুব
ফোরেন থেকে প্লেয়ার এনে লাফাই যে হুপ হুপ


কারখানাতে কাজের চেয়ে ইউনিয়নটা দরকার
মালিকরা সব শয়তান হয়, সঙ্গে আছে সরকার


বন্ধ হলে কার কিবা যায়, নেতার মান তো থাকলো
দিক না উপোষ দু-দশ জনে, মালিক ব্যাটাও ফাঁসল


হাঁসপাতালে সব কিছু হয়, চিকিৎসাটা বাদে
ডাক্তারবাবু চেম্বারে যায়, গরিব রুগী কাঁদে


অসুখ হলেই হাঁসপাতালে, দরকার কি কেলোর
যাও না বাবা ব্যাঙ্গালোরে, যাও না বাবা ভেলোর


তাই যতই করো আলোচনা, যতই করো ব্যাঙ্গ
বদলাবো না, বদলাবো না, বদলাবে না বঙ্গ।


পুনশ্চঃ
রাগ করো না সব বাঙালি, মন করো না কালো
বললাম আমি আমার কথাই, তোমরা সবাই ভালো।