সোনালী মেঘের ছায়া, আকাশের নীল ঘিরে ময়ুর পেখম হয়ে ছিল
রঙ ছিল, রূপ ছিল, অপূর্ব শান্তিময় সুগন্ধ কোন এক, ছিল যে হাওয়ায়
পরিবেশ পরিপক্ক ছিল তবু, তোমার অভাব যেন ফিকে করেছিল সংসার।


সময় হারায়ে যায় অনন্তের মাঝে, যেমন হারায় বালুকনা, থর মরভুমির বুকে
পথ ও যে হারাই, গন্তব্য গুলিয়ে ফেলি, সিঁড়িতে ওঠার, নাকি নামার হিসেব
প্রতিটি সূর্যোদয়ে, একটি একটি করে পাতা ছিঁড়ে যায়, জীবনের বই থেকে।


কখনো পড়ে না মনে, তোমার মুখচ্ছবি, বাতায়ন পরে, এলোচুলে, অপলক
জীবন ঝঞ্ঝা মাঝে, ঘষা কাঁচ হয়, আবার কখনো কেন, তোমার নাকের ফুল
হীরে হয়ে ঝলমল করে, অন্ধ করে মোরে, শ্বাস নেওয়া হয় মুশকিল।


সন্ধ্যার আরতি হয়, সাঁঝ পোকা করে ছটফট, মরিবার তরে, অগ্নিশিখাতে
রাত্রি নিবিড় হয়, অন্ধকার ঘন থেকে হয় ঘনতর, বাতাসে বাউল গান
শোবার সময় হল, তুমি কি আবার, স্বপ্নময় হয়ে, ধরবে আমার হাত?