.                                  এ জীবনে আমি
                         অনেক হেঁটেছি পথ, অবশেষে আজ
                   এই পরবাসে, পথ হারিয়েছি এক ইটের জঙ্গলে।
                 ব্যাস্ততার পাঁশে বাঁধা চারিপাশ, যান্ত্রিক মানব জাতি
                ভাবলেশহীন মুখে, শ্রমিক পিঁপড়ের মতো কাজ করে
                 কি করে তা জানা আছে, কেন করে তাহা জানা নাই
             বাতাসে সীসের ভার, শব্দ বহুলতায় কান যায়, প্রান যায়
           সভ্যতার চাপে, দিনে দিনে ক্ষয় হয়, ক্ষীণ হয়ে আসে এ জীবন।
         তাই আজ বেশি করে মনে পড়ে, তোমার মুখের কথা হে জন্মভূমি।
      শাল মহুয়ার ছায়ে, খেলার ছলেতে, কেটেছে দিবস কতো, সেই বুড়ো বট
  মন্দিরের ‘পরে, দোল খেয়েছিল কতো বটের ঝুড়িতে, দুরন্ত কিশোর নিয়ে দলবল।
গ্রীষ্মের বিষণ্ণ দুপুরে, আমের ডালেতে, কাঠ পিঁপড়ের আসা যাওয়া, কি বারতা নিয়ে।
  হাসনুহানার ঘ্রান বুকে নিয়ে সন্ধ্যার হাওয়া, মাতাল করত সবে, চাঁদের আলোতে।
       রাতের তারারা সবে, বেহায়া জোনাকির নাচ, দেখত অবাক চোখে চেয়ে,
                 আরো কত শত স্মৃতি, ভিড় করে আসে মনের অলিন্দে
                    সেই সব ভালো লাগা, জড় করে বুকের ভেতরে
                          জুবুথুবু হয়ে, বসে থাকি ইটের জঙ্গলে
                                      এই পরবাসে