কাগজ কলম হাতে বসে রই সারা সন্ধ্যা বেলা।
অবিন্ন্যস্ত চিন্তা ভাবনা, আঁকিবুঁকি কাটে,
মনের গহীনে তাকে খুঁজে ফিরি।
কোথা মোর প্রিয়তমা।


কিশোরি প্রিয়ার লাল ঠোঁট থেকে, গিন্নির মুখঝামটা।
ফিরে দেখা, সুদীর্ঘ স্মৃতির রঙ্গিন রাজপথ,
অবিরাম চলে পায়চারী।
কখন আসবে তুমি।


চায়ের পেয়ালা শেষে, ডিনার টেবিল হয়ে নিশিরাত আসে।
আদিম প্যাঁচার মতো নিঃশব্দে অন্ধকার ছোঁয়া,
ঝিঁঝিঁ পোকার একঘেয়ে বিষন্নতা,
বাতায়নে কড়া নাড়ে।


দেখা নাই, দেখা চাই, দেখা দাও, কোথায় হারাও।
নাই তুমি, তাই যেন, ঘুম করে বেইমানি,
অশান্তি মনের ভিতর কুরে খায়,
অব্যক্ত সৃষ্টির যন্ত্রণা।


হে মোর কবিতা সুন্দরি, আর যে সইতে পারি না
ধৈর্যচ্যুত আমি, কবিতার প্রেম মগ্ন হয়ে
হয়েছি পাগল, খুঁজি কবিতারে।
কেন দেখা নাই?


সাদা কাগজেরা, কয়েকটি আঁচর বুকে নিয়ে, হয়েছে শহীদ ভোরের আলোতে।