প্রতিদিনের মত আজ আসরের পাতায় এসে কবিতার নামগুলোতে চোখ বুলিয়ে হঠাত একটা খেয়াল এল। কবিতার সূচী দেখে 'কল্পনা' থেকে শুরু করে 'বাড়ছে এ প্লাস' অবধি কবিতার নাম গুলো নিয়ে একটু আগে পরে সাজিয়ে কমা ও দাড়ি একটু এদিক ওদিক করে বেশ একটা সুখপাঠ্য জিনিষ তৈরী হল। জানি এটা আলোচনার সভায় দেওয়ার মত কিছু নয়। তবু আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভাল না লাগলে নিজ গুনে ক্ষমা করবেন।


কল্পনা নীল শাড়ি, রাত্রিটা মুখোমুখি
সুখে থাকা আর হলো না আমার
বুঝলে মানব সমাজ, মুক্তি অব্যক্ত কথা
আমার এমন কেন হয়?
মুখোশ মনের কোনে, বিষন্ন শীত ফুল
সাজানো সংসার গেল ভেসে,
রক্তদান,সজ্ঞানে ফিরে আয়
শীতের বুড়ি আসছে ছুটে।
ইতিহাসের উল্টোদিকে স্বপ্নভীতি, নদী আর ঢেউ
জীবন সত্য কখনো হয়ত প্রেমাঞ্জলী,
সভ্য নগর এমন,
ক্ষমা কর আমায় ওগো রাহমান
মায়ুরাক্ষী তুমি দিলে অবসর
বাড়ছে এ প্লাস,
ভালবাসা চির বহমান......