ভালবাসার ভাবনা মেখে
          ভাল কেন বাসলে না
প্রতি দিনই সামনে এলে,
          মনের ঘরে আসলে না।


খেলা শুধু খেলে গেলে,
          ভেবে মোরে অর্বাচীন,
হৃদয়খানা ভাঙলে হেসে,
          এত তুমি হৃদয়হীন?


বাঁকা চোখে তিরছি নজর,
          কেমন করে বাণ মারো,
ঠোঁটের কোনে মুচকি হাসি,
          ঘায়েল হল অন্তরও।


চলে গেলে সামনে দিয়ে,
          বক্ষ জুড়ে হয় কাঁপন,
লাস্যময়ী চালের ঠ্যালায়,
          ঘুম বি্নে রাত যাপন।


কতই জানো ছলা কলা,
          কতই জানো অভিনয়,
কাজল আঁকা নয়ন মাঝে,
          ফন্দি কত লুকিয়ে রয়।


মান অভিমান কুম্ভীরাশ্রু,
          অস্ত্র আছে ধুন্ধুমার,
ফেলবে পেড়ে, যখন খুশি,
          মারবে তুড়ি, কাম সাবাড়।


হয়ে গেলাম মুরগি আমি,
          ভাবছি কবে হব জবাই,
জেনেশুনে বিষ পান করেছি,
          বাঁচার কোন উপায় নাই!