দিকপাল যদি নাই বা হলাম মন্দ কি,
তুমি তো চিনবে আমায় তাহাতে সন্দ’ কি,
তাহলেই খুশী, চাইবো না আর কিছু,
খ্যাতির লোভেতে রাখব না প্রান বন্ধকি।


সফল হওয়ার বিড়ম্বনাও আছে,
আপনেরা সব ধীরে ধীরে যাবে পিছে,
বিফল হওয়ার আরেক সম্ভাবনা,
সবাই ওপরে, তুমি পড়ে রবে নিচে।


জীবনটা জেনো ভুলে ভরা অধ্যায়,
সাল গুলো যেন নিমেষে পেরিয়ে যায়,
অথচ জীবন এমনই খামখেয়ালী,
অনন্তকাল থাকে প্রতি সন্ধ্যায়।


দেখ যদি মোরে মন্দ নজর দিয়ে,
মন্দই পাবে, ভুল নেই কোন প্রিয়ে,
ভালো চোখে শুধু একবার চেয়ে দেখো,
ভালবাসা দিয়ে দেব প্রান মন ভরিয়ে।


তোমার অভাব থাকবে হামেশা জানি,
কাটবে জীবন, সুখে দুখে কানাকানি,
ভুলবে আমায় ব্যাস্ত জীবন মাঝে,
থাকবে মনেতে তব হাসি মুখ খানি।


**কবিতাটি কোন নাম না জানা কবির হোয়াট্স-এপ এ শেয়ার করা একটি হিন্দি কবিতার কয়েক লাইনের ভাব ধার করে লেখা**