লোকে মন্দ বলে,
      লোকে মন্দ বলে, সবসময়ে,
          যাই বা আমি করি।
              মনে ধন্দ চলে, ব্যাজার হয়ে
                  উপায় ভেবে মরি।


জোরে হাসতে গেলে,
      জোরে হাসতে গেলে, অবাক চোখে,
            পাগল জেনে বসে।
                  চোখে কান্না এলে, নেশার ঝোঁকে,
                       মাতাল ভেবে হাসে।


কিছু বলতে গেলে,
      কিছু বলতে গেলে, বলেই বসে
            বাচাল কোথাকার
                  আবার না বললে, ভাববে কষে
                         গাধা মনুষ্যাকার।


একটু সাজলে পরে,
      একটু সাজলে পরে, মরবে জ্বলে
            বেটা নবাবপুত্তুর
                  থাকলে সাদা কাপড়ে, হেসে বলে
                        ফ্যাশণ জানেনা ধুত্তোর


তাই করব কিযে,
      তাই করব কিযে, অমোঘ সত্তা,
            করলুম সঙ্কল্প।
                  কথাতে না নেচে, না দিয়ে পাত্তা
                        শুনবো না কোন গল্প।

বাঁচব নিজের মতন,
      বাঁচব নিজের মতন, শুনবো না আর,
            লোকের কথকতা।
                  হাসবো যখন তখন, হৃদয় নিভার,
                         মানবো মনের কথা।