আলো নিভু নিভু পথে,
বেসামাল হয়ে, পড়ে যেতে যেতে নিজেকে সামলানো
তাই স্বাভাবিক জেনো।


পড় যদি,  আহা-রে, বাছা-রে হাওয়া, ধুয়ে দেবে
তোমার মুখের ঐ বোকা বোকা হাসি।
নিশ্চিত ভাবে, আসবে না কোন হাত,
সাহায্যে তোমার।


তার চেয়ে ভাল, কিছু আলো জ্বালি পথে
তোমাতে আমাতে।
নরম হলুদ রঙা ওম মাখা কিছু আলো
জ্বালবো এবার, আঁধার পথের পরে।
নয় তো বা মোদের তরে।


আমরা তো আজ, ধূসর পথের প্রায় শেষ বাঁকে।
টলমল পায়ে, কখনো সামলে নিয়ে,
কখনো বা ধুলোবালি মেখে।
বিদ্রূপ সয়ে নয় বিদ্রূপ করে।


চল তাই ছেড়ে যাই, আলোকিত রাস্তার অতীত।
বেসামাল জনে, হাতটি বাড়ায় যেন,
পথচলা নতুন মানুষ।
আমাদের উত্তর পুরুষ।