অনেক হলো। চল না এবার ঘুরেই আসি
এদিক সেদিক। কতই সকাল আটকে আছি
এক ঠিকানায়, বদ্ধ বাসায়, ভুলেই গেছি কেমন লাগে
ঘুরতে যাওয়া। সমুদ্দুরে বা পাহাড়ে, নিদেন পক্ষে
নদীর ধারে। শিমুল তলায়, নদীর জলে বাঁক নিয়েছে
ঘূর্ণি যেন। মন্দ হয় না দু এক সকাল কাটবো সেথা
চিন্তা হারা। জীবনটাতে অনেক রকম প্যাঁচ লেগেছে
আবোল তাবোল। কাটাই কদিন আয় কজনে, মুক্তমনে
ভাবনা ছাড়া। হোক না সেটা ক্ষণস্থায়ী, কদিন শুধু,
তাতেই বা কি। ভরবো বুকে পাগল পাগল, মাতাল করা
মিষ্টি হাওয়া। নদীর জলে করবো সিনান, উথাল পাথাল
মন ভেজাবো। তার পরেতে চলবো আবার, সবাই মিলে
জঙ্গলেতে। বুনো ফুলের গন্ধে মাতাল ,গহীন বনের
রৌদ্র জালি। শুকনো পাতার মচর মচর, গাছের ডালে
পাখির মেলা। কল কলানো ঝর্না জলে, হীরক দ্যুতি
মারবে ঝিলিক। প্রজাপতির বর্ণ শোভায়, সবুজ পাতা
রঙ বাহারী। চল না সবাই ঘুরেই আসি, দেশের খবর,
ফোনটা ভুলে। নিয়ম কানুন শিকেয় তুলে।