.       এই যে শোন,
        বয়সটা তো ভালোই হোল,
        আর কতোদিন থাকবে এমন
        শিঙটা ভেঙ্গে, বাছুর হয়ে
        ফিনকি দেওয়া উচ্ছলতায়
        বিভোর মনে, চলছ ছুটে
        নিত্যদিনই হাওয়ার সনে।
        মানায় কি আর এই বয়সে,
        ধানের শিষে শিশির খোঁজা?
        দখিন হাওয়ার গন্ধ নিয়ে,
        বুক ভরিয়ে, দৌড়ে চলা
        এদিক সেদিক, তুর্কি নাচন
        নাচছ যেন সকল সময়।
        বুঝবে যদি ধরেই বসে
        কোমরব্যথা। বয়সটাতো নেই
        থেমে আর। থামবে বল
        কখন তুমি। বন্ধুরা সব
        কন্ঠী বেঁধে তিলক কেটে
        সাজছে দেখ কীর্তনিয়া।
        করছে পুঁজি পরপারের
        তোমাকেও তো ভাবতে হবে
        কোথায় যাবে।
        বেহেশতে না জাহান্নুমে?
        তাই তো বলি বন্ধ কর,
        ঢের হয়েছে, কাব্য লেখা
        প্রেম পিরিতি রাতটা জেগে,
        শোনই না হয় বৌয়ের কথা।
        পাচ্ছ কি যে ফুলের বাসে
        মাতাল হয়ে, পাখির গানে
        সুর মিলিয়ে, ডুব দিয়ে ওই
        কলকলানো ঝর্না জলে ঝুপুস করে।
        কোন সে নেশায় বেড়াও ঘুরে,
        গ্রামের পথে ধানের ক্ষেতে,
        ঘোর বারিষে সোঁদা মাটির
        গন্ধ নিতে। বলবে জানি
        একটা জীবন, নাও শুষে সব
        প্রাণটা খুলে, সকল ভুলে।
        বলব তবু, অনেকটা তো
        চড়ল বেলা মেঘে মেঘে।
        থামতে শেখো। মানায় না আর
        অনেক কিছুই এই বয়সে।।