মৃত আমি আজ, তাই তো জানাই ফরিয়াদ, বড় অবিচার।
হে মহামান্য আদালত, বিচার চাইছি আমি মৃত্যুর আমার।
সাজা পাক যত অপরাধি, হত্যা করেছে যারা তিলে তিলে,
কেড়েছে জীবনী শক্তি, শ্বাস রুদ্ধ করে, কখনো টিপেছে গলা।
অঝোরে ঝরেছে রক্ত, আঘাতে আঘাতে, বিবেক হৃদয় মনে।
তাই তো এসেছি আজ, হে মহামান্য আদালত, করুন বিচার
জানান আমার অপরাধ। সুস্থ স্বাভাবিক বোধে বেঁচে থাকা,
খুব বেশী প্রত্যাশা সমাজের কাছে? তবে কেন প্রতিদিন
একটু একটু করে মারা যায় সুশীল সমাজ, আমি ও অনেকে?
কতই নির্ভয়া যেন চারিপাশে প্রতিদিন করে হাহাকার, বেঁধে শূল
হৃদয়ের মাঝে। কতই রাজন কাঁদে, ভেসে আসে কত আয়লান।
প্রতিদিন মরি তাই, মারি আপনাকে। অভুক্ত শিশুর কান্না,
বৃদ্ধাশ্রমে অশ্রুসিক্ত বালিশের স্তূপ, অভিমান যন্ত্রনার রাত,
হাহাকারে মারে, মারে দীর্ঘশ্বাস, অনুতাপ মারে ধীরে ধীরে।
তাই মৃত আজ, আমি ও অনেকে, এ সমাজ জুড়ে।
হে মহামান্য, হে সর্বোচ্চ আদালত, মৌন কেন বিচারের বানী?
নিরপরাধের রক্ত বহমান ধরিত্রীর বুকে। চারিদিকে ঘোর অন্ধকার।
এ আঁধার চিরে, আসবে কি নতুন সকাল? উঠবে নতুন সূর্য?
এ মৃতের শহরেতে ফের কোনদিন, জাগবে কি প্রাণের বাহার?