হাহাকার কান্না ভাসে বাতাসে বাতাসে,
মরণের পার হতে ফিরেছে সে নারী।
সাঁঝের আঁধারে তার কালো ছায়া মেশে,
জীবিতা রূপসী আজ বিভীষিকা ভারী।
অশুভ আত্মার শাপ লেগেছে গেরামে,
সূর্যাস্তের পরে ছায় ঘোর নীরবতা।
এলো চুল অগ্নিচক্ষু পিশাচিনী নামে,
চারিদিকে ভেসে চলে মরণ বারতা।


তিনটি যুবক ছেলে চড়েছে বলিতে,
আরো তিন ভয়ে ভয়ে হোল মৃতপ্রায়।
মরণের হোলিখেলা অলিতে গলিতে,
কি কারনে এই দশা, কি হবে উপায়।
বদলার আগুনেতে জ্বলে পিশাচিনী,
ছয় বলাৎকারীকে খাবেই ডাকিনী।