.       ভগবান কভু ভূত হন দশ চক্রে,
        কখনো আবার ভূত ভগবান হয়।
        সরল যা দেখি তাও শেষ হয় বক্রে,
        চোখে যাই পড়ে সবি তো সত্য নয়।


        ঘুম ঘুম চোখে রাত ভর গোন তারা,
        রাত জাগা তারা হাসে দেখে মোর হাল।
        আমার না হয় রজনী তন্দ্রাহারা,
        জেগেও ঘুমোয় কত যে জীবন কাল।


        ভালোর খোঁজেতে কেঁদে কেঁদে হই ক্লান্ত,
        কখনো খারাপ দেখেছো কি খোঁজ করে?
        ভালোর ভালোটা তাই বোঝা হয় ভ্রান্ত,
        খারাপ না বুঝে বোধটাই বুঝি মরে।


        পড়াশোনা করে হনু বড় হামবড়া,
        জ্ঞান দেই সবে, জানি কত কিছু আমি।
        আসলে হয়েছি বিদ্যার হরকরা,
        জানি না নিজেকে, হাসে অন্তর্যামী।


        সহজ জীবন দুবেলা দুমুঠো অন্ন,
        চাই তার সাথে স্বচ্ছ হাওয়ায় শ্বাস।
        মাথার ওপর ছাদ পেয়ে হই ধন্য,
        ভালোবাসা দেয় মানবিকতার বাস।


        বিলাসেতে মাতি ভালোবাসি বৈভব,
        আরো আরো চাই, অফুরান এই চাওয়া।
        আয়নাতে রোজ দেখি নিজ সৌষ্ঠব,
        আত্মা দেখিনা, হয় না মানুষ হওয়া।