.       জ্বলছে যেন তুষের আগুন ধিকি ধিকি,
        চক্ষু বোজার ছল করেছি চোখটি খুলে।
        উট  সেজেছি  সকল সময় ঊর্ধ্বমুখী,
        চাইব নাতো মাটির পানে নয়ন মেলে।


        জ্বলছে  আগুন সবার  মনের বন্ধ ঘরে,
        জ্বলছে বিবেক, মান সম্মান জ্বলছে সবি।
        চাপবে  কত ক্রুদ্ধ  আওয়াজ রুদ্ধ স্বরে,
        আর কতদিন চাপড়িয়ে পিঠ ভুলবে ভবি।


        উটের মতই খাচ্ছি কাঁটা ঝরছে রুধির,
        উটের মতই ভাবছি পিঠে রসদ ভরা।
        দুই কানেতে ভরছি তুলো হচ্ছি বধির,
        শুনবো না তো কান্না কারো রক্তঝরা।


        অবাক  মনে মাপছি  নিজের সহ্য সীমা,
        আর কতকাল আপোষ করা সুদিন রবে?
        হরিদাসরা  লেপছে  মুখে ঘোর কালিমা,
        জ্বলছে সমাজ, জ্বলছে মানুষ, থামবে কবে?


        এমন করেই  আগুন মাখা  এক সকালে,
        বইবে হঠাত বাধন ছেঁড়া পাগলা হাওয়া।
        ভাঙবে সকল আগল, আগুন লাগবে দিলে,
        বুক চিতিয়ে ঘুরবে ভুলে পালিয়ে যাওয়া।


        একদিন তো জ্বলবে আগুন খুব লেলিহান,
        অগ্নিশিখার নৃত্যতে ঝাঁপ মারবে সবাই।
        পুড়েই  হবে কনক খাঁটি  সমাজ মহান,
        সেই দিনেরই অপেক্ষাতে দিন গুনে যাই।