.       গোঁফের চুলে পাক ধরেছে জানি,
        নিলাজ হয়ে বয়েস শোনায় বাণী,
        হিমেল ভোরে শিশির ভেজা দুখ
        বিকেল করে হলাম আগন্তুক।


        রুটিন বাঁধা রাগ অভিমান খেলা,
        বেড়াই খুঁজে হারানো ভোরবেলা,
        ফেরীর সিঁড়ি মাফ করে ভুলচুক
        উদাস হাওয়ায় করল আগন্তুক।


        শালের ভেতর শীতের আনাগোনা,
        চায়ের ধুঁয়োয় অবাক চেনা শোনা,
        হৃদয় জুড়ে হামলে পড়ার ভুখ
        বাড়লে বেলা আবার আগন্তুক।


        সামলে নেওয়া আর হল না বুঝি,
        মনটা কেবল হাত বাড়িয়ে খুঁজি,
        নীল আকাশে কে ছড়ালো সুখ
        পাওয়ার নেশায় মাতাল আগন্তুক।


        আপন যারা কেউ চেনে না আজ,
        ইচ্ছে করেই বদলে নিলুম সাজ,
        কেউ যেন না জড়িয়ে ধরে বুক
        পাগল ক্ষ্যাপা এ মন আগন্তুক।।