.       এবার একটু অসভ্য হতে দাও
        নেকু মুনু পুষু ভালত্ব যায় যাক,
        ভোকাট্টা হয়ে আকাশে হাত বাড়াও
        আসুক ঝঞ্ঝা আসুক দুর্বিপাক।


        এই কান থেকে ওই কান জোড়া হাসি
        জোড় হাতে ঘোরা, মনে বিষাক্ত ছুরি,
        ময়লা দৃষ্টি, মুখে বুলি ভালবাসি
        মানব সেবায় বাড়ছে আপন ভুঁড়ি।


        গোঁজামিল দিয়ে চালাবে আর ক দিন
        বাবা বাছা করে আখের আপন বাঁচে,
        প্রতিদিন মরে বেঁচে থাকা সঙ্গিন
        বিবেকের সাথে চক্ষু মেলে না লাজে।


        এসপার নয় ওসপার হোক আজ
        সং সেজে সেজে বাঁচার দিন ফুরোক,
        ভাঙ্গুক সমাজ, মাথায় পড়ুক বাজ
        কেড়ে নাও ধুতি, মরুক ভদ্রলোক।


        অভব্য হোক, অসভ্য হোক সব
        ভুলে যাক যত শেখানো পড়ানো বুলি,
        হৃদয়ের ভাষা করুক না কলরব
        খারাপ হলেও বাঁধন মনের খুলি।


        প্রেম ভালবাসা আজ মুলতুবি থাক
        আজ বাকি থাক বিরহী হিঁয়ার গান,
        হাওয়ার কাঁপনে আজ সাগরের ডাক
        অসভ্যতার করো আজ সম্মান।।