.       আজ আর বৃষ্টি ছোঁব না
                আজ শুধু নিপাট রোদ্দুর,
        রোদ-চশমায় ঢেকে মন
                চল যাই দূর বহুদূর...


        আজ খুশী বড় টান টান
                দিলজলা উদাস হাওয়ায়,
        ছায়া শুধু চোখ টিপে বলে
                কি ফারাক আসা বা যাওয়ায়?


        সোঁদা সোঁদা ছাতা ধরা স্মৃতি
                বার-আঙ্গিনায় দেই মেলে,
        শুকিয়ে ক্রিস্পি হলে ফের
                ভেজাবো চোখের জল ফেলে।


        রোদে ভেজা রাস্তার বাঁকে
                ধুলোর কুয়াশা ঘেরা রূপ,
        ডাহুকের ডাকে আলুথালু
                নিকোনো দুপুর নিশ্চুপ।


        আজ আর বৃষ্টি ছোঁব না
                আজ শুধু রুক্ষতা চাই,
        নিপাট রোদ্দুর ভরে বুকে
                বেখেয়ালি নৌকো ভাসাই।।