.       শুধুই অভ্যেস… জানো?


        লাল নীল হলুদের ভিড়ে,
        যদিও বেমানান লাগে নিজেকে এখন…
        সাদা কালো সাদা মাটা,
        জীবনের সরলীকরণ, এতই রঙের মাঝে
        কেন যেন অশ্লীল মনে হয় আজ।


        গ্রে-স্কেলে স্বপ্ন মেপে মেপে বড়ই ক্লান্ত প্রাণ।
        দৈনিক তিন বার গেলা তেতো ওষুধের মত
        ফ্যাকাসে প্রেমের হাত ধরে,
        রবীন্দ্র সঙ্গীত গাওয়া হয়েছে অভ্যেস।
        জানি লাগে বোকা বোকা খুব,
        তবুও অভ্যেস!


        অভ্যেসের কথা যদি বল,
        সেটা বড় মজার ব্যাপার।
        মোরগ-ঝুঁটির ফুল, ছোট ছোট কালো কালো বীজ?
        হাতের চেটোয় রেখে দেখা?
        সজনে গাছের ডালে, হবু প্রজাপতিদের
        হুটোপুটি মনে ধরে রাখা,
        সবি তো অভ্যেস।


        অভ্যেসের জীবনে ব্যতিক্রম আসে যদি,
        সেটারও তো হয়েছে অভ্যেস…
        অভ্যেসের আহার নিদ্রা আর ওই!
        অভ্যেসের ষষ্ঠী উপবাস।
        অভ্যেসের খুঁজে ফেরা মনগড়া প্রেম
        অভ্যেসের পঁচিশে বৈশাখ।।