.       পাহাড় জুড়ে মেঘের বাহার পাহাড় জুড়ে বৃষ্টি নামে,
        পাহাড়খানা বুকের ভেতর তাকাও কেন ডাইনে বামে।
        এই পাহাড়ে পাথুরে খাই, এই পাহাড়ে বরফ পড়ে
        বয় যে কখন পাইন সুবাস কখন আবার শিশির ঝরে।
        সইছে পাহাড় ঝঞ্ঝা বায়ু, হয় না কিছুই ভূকম্পটায়,
        ধ্বস নামে ফের এক হাসিতে বানভাসি এক অশ্রুফোঁটায়।


        ঠিক তেমনি এক সে নদী বইছে মনের কোন গহিনে,
        উফান আছে, শুকনো চরা, দহও আছে সলিল বিনে।
        নদীর তীরে স্বপ্নেরি কাশ, নদীর বাঁকে ঘরের চালা
        মিললে নজর জোয়ার আসে এক বিরহে ভাঁটার পালা।
        নদীর চালে তোমারি ঠাট, উচ্ছলতা তেমনি হাসে
        বুকের ভেতর নদীর আবাস যখন তখন প্লাবন আসে।


        সুনীল বিশাল একটা আকাশ তাও লুকনো মনের মাঝে,
        শ্যামলা মেঘে গোমড়া মুখো, কখন হাসে রৌদ্র সাজে।
        কখন আকাশ কাঁদতে বসে কখন ভালবাসতে জানে,
        আকাশ জুড়ে আকুল হাওয়া ব্যাকুল নজর তোমার পানে।
        আকাশ করে আড়াল তোমায় আকাশ রাখে ঠিক লুকিয়ে,
        ঠোঁট ফোলানো মানের সময় আকাশ দাঁড়ায় শির ঝুঁকিয়ে।


        এমনি করেই থাকছি বেঁচে আকাশ পাহাড় নদীর সাথে,
        এমনি করেই দিন কেটে যায়, ফুরোয় জীবন প্রতীক্ষাতে।।