.   ওকে গুগল,
    খুঁজে দাও সেই নম্বর,
    যেখানে স্মৃতিরা কথা বলে।
    খুঁজে দাও হারানো বিশ্বাস, খুঁজে দাও সোনালী রোদ্দুর।
    দু-পশলা জলে ভিজে কেঁপে ওঠা গোলাপি অধর।
    অনেক বলার বাকি, কর তাড়াতাড়ি
    সময়টা হয়েছে ধূসর।


    ওকে গুগল,
    রুট ম্যাপ চাই
    দেখাও তোমার বুকে পুরনো স্বপ্নের রাস্তাটা।
    কটা বাঁক পার হলে গন্তব্যে পৌছব অনায়াসে
    কোথায় কোথায় বাধা, কোথায় পড়ব জ্যাম ফাঁদে।
    কোথায় অন্ধকার, কোথায় হারাতে পারি পথ
    কোন সে উড়াল পুল দেবে ঠেলে একাকীত্ব গ্রাসে।


    ওকে গুগল,
    পাঠিও মেসেজ কিছু বাকি।
    লিখো, বেশ ভাল আছি, খসড়া জীবন একঘেয়ে।
    এখনো প্রতিটি ভোরে পূবে হয় সূর্য উদয়,
    এখনো শাওন রাতে, টিপ টিপ বরষার ধার
    এখনো না বলা কথা চাপা দীর্ঘশ্বাসেই হারায়।


    ওকে গুগল,
    দিও খুঁজে দু-চার রেসিপি।
    কিভাবে হৃদয় ভাঙে, কিভাবে অশ্রু ঝরে
    কিভাবে সামলে ওঠা, মৃত হয়ে বেঁচে থাকা যায়।
    ক্লান্ত রেসিপি যেন বিরহের গন্ধ ছড়ায়
    জানিও, জানার ইচ্ছে বহুকাল ধরে।


    ওকে গুগল...