.       উৎসবে মেতেছি আজ, উৎসবে মেতেছে মন প্রাণ,
        মা এলেন ঘরে ফিরে চতুর্দিকে পবিত্র আঘ্রান।
        আকাশে খুশীতে হাসে ভেসে থাকা পেঁজাতুলো মেঘ,
        দুধ সাদা কাশফুলে বুকে ঘন আনন্দ আবেগ।


        দূঃখ আছে ব্যথা আছে, আছে শোক, তবু বরাভয়
        মা আছেন অন্তরে, নেই ভয় নেই পরাজয়।
        অসুর নিধন হোক মায়ের সুতীক্ষ্ণ ত্রিশূলে,
        মনেতে অসুর বাস, উৎখাত হোক সে আমুলে।


        আলোয় সেজেছে দেশ, চারিদিকে কত রোশনাই,
        ফুটেছে ঢাকের বোল, এরই মাঝে যার কিছু নাই
        সেও যেন ভালো থাকে, তারও হোক দুঃখের শেষ
        মায়ের আশীর্বাদে ঘুচে যাক যত কষ্ট ক্লেশ।


        এসেছে পবিত্র ক্ষণ, বাতাসে মায়ের আগমনী,
        সমীপে দুর্গা মাতা, মহিষাসুর মর্দিনী।
        পূবাকাশে সোনা রবি মুছে দিক ঘোর অমারাতি,
        চলো না সবাই মিলে শারদীয়া উৎসবে মাতি।