মাঝে মাঝে চাঁদও বড় হয়।


মাঝে মাঝে গাঢ় নীল চুঁয়ে পড়ে আকাশের বুকে।
মেঘ গলে নেমে আসে বিষণ্ণ ঈশ্বর কণা,
মাঝে মাঝে জাড্য জীবন
নড়ে চড়ে বসে ফের, দুহাতে জড়ায়
উষ্ণতা ছড়ায় কিছুক্ষণ।


গাঢ় চুম্বন জাগে, জাগে ফিকে রাত
কুয়াশায় ঘামের আঘ্রাণ।
লেভেল ক্রসিং জুড়ে ভোর হয় মাঝে মাঝে
জুঁইফুলে শিশিরের ছাপ।
মাঝে মাঝে সংযমী মন,
পুরনো চিঠির খাম ঘেঁটে দেখে আবছা আঁখর।


প্রজাপতি পাখা বেয়ে
আসমানে  উড়ে যায় সোনালী জীবন।
যদি এই যদি ওই ভেবে ভেবে কাল যায়,
খালি হয় পান্থনিবাস।
রেশমি সময় খোঁজে তবুও অবুঝ মন
কেটে চলে একঘেয়ে রাত।


শুধু থাকে মাঝে মাঝে অলীক বিস্ময়!
মাঝে মাঝে চাঁদও বড় হয়।