এপাস ওপাস করে প্রতিদিন শব্দসুখ আসে,
ধরতে পারি না শুধু, ফস্কায় বিকট প্রয়াসে
বিশদ হাতড়ে যাই
তবু কি নাগাল পাই?
গোলাম বিবিরা শুধু আজকাল আঁকা থাকে তাসে।


তিন ঘর পার করে, তারপর বাতাস পাগল,
আমের মুকুল এলে, মৌমাছি পাল্টায় বোল
ঝরে পড়া মধু নাকি
চিরকাল দেয় ফাঁকি
নজর লাগতে পারে, তাই মনে লাগাই কাজল।


বাঁধা গত দিন গুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়,
রজনী এখনো বাকি গেয়ে যায় পৃথুল সময়,
প্রতিরাত ভোর খোঁজা
ভেবো না অতই সোজা,
দিগন্তের লালিমা ভাবে সূর্যাস্ত না হল সুর্যোদয়।