শীত চলে গেলে পরে, এ শহরে বিষাদের ঝাড়,
অনায়াসে ছেয়ে যায় গলি থেকে কলেজ স্কোয়ার।
নিমীলিত জানালাতে
কোমল স্মৃতির সাথে
ফিরে আসে উল কাঁটা, আধবোনা সেই সোয়েটার।


বসন্ত ছুঁয়েছে এসে, ছুঁয়ে গেছে তামাদি প্রেমিকা,
এ শহরে বড় আলো, লুকানো যায় না বলিরেখা।
মসীগন্ধ গলি সব
ফেলে আসা কলরব
মধ্য শহরে দীপ, দক্ষিনে প্রবীনা যূথিকা।


মনমরা রাস্তায় একা চলে তিরিশের বি,
ফুরালো আনন্দ কাল আবার পুরনো জলছবি।
আবার শীতের খোঁজ
অপেক্ষার তিন রোজ
বলেছে বিদায়ী সাল, ধোঁকা দেয় সময় ফরেবি।


পার্কের কোণ ঘেঁষে কতগুলি বৃদ্ধ চিবুক,
একসাথে হাওয়া টানে হাঁটা সেরে হাঁপরের বুক।
শেষ শীত শুষে নেবে
চায়েতে চুমুক দেবে
হে ঈশ্বর যৌবন দাও, কবিতা এরাও লিখুক।।