রাখি পুন্নিমে আজ, রোস বাপু, সামলে
হ্যাংলামো কেন করো, পড় কেন হামলে?
আগে তো বাঁধবে রাখি, ভোজনটা বাদ মে
খুব যদি পায় খিদে, হাওয়া খাও ছাদ মে।
মেনু কি, জানো না বুঝি? বলি শোন লিস্টি
রাখির সঙ্গে আছে খান দশ মিষ্টি
ঘিয়ের ফুলকো লুচি, সাদা আলু সবজি
গরম গরম খেও ডুবাইয়া কব্জি
সাথেই থাকবে বাটি বড় এক পায়েসের
নলেন গুড়ের সেটা, খেও মহা আয়েশে
তারপরে নিও নয় ব্রেক দুই ঘণ্টার
খাইখাই ভালো না হে, খিদে সেতো মনটার।
ফের নয় পিঁড়ি পেতে বোস ভুঁড়ি বাগিয়ে
সুগন্ধি বাসমতি দেবে খিদে জাগিয়ে
মালাই চিংড়ি সাথে  সরষে ইলিশ ভাপ
বিরিয়ানি তার পরে, সঙ্গে চিকেন চাপ
কষা মাংসের কথা ভেবেছো কি, নাই রে?
গোলবাড়ি ইস্টাইল, সে কি স্বাদ ভাই রে।
ভাজাভুজি চাটনি  লাল দই ও মিষ্টি
এসব ও বলতে হবে? ই কি অনাসৃষ্টি...


তাই বলি এই বেলা প্রসন্ন চিত্তে
রেঁধে ফ্যালো ডাল ভাত আর আলু সিদ্ধে।
ভোজ কই? মাথায় কি আছে ভেবে পাইনে...
সেটা তো ভার্চুয়ালি খাবে অন লাইনে।
তারপর কিছু তো হে চাই পেট ভরাতে
লক ডাউনের রাখি। জোটে এই বরাতে।