ফিরে এসো ছেলেবেলা ফিরে এসো মা-গন্ধী ঘুম,
ফিরে এসো হা-দুপুর রূপকথা বুদ্ধু ভুতুম।
শালগাছ টিয়েপাখি লাল কাঁকড়ের ধুলোপথ
মাটির পুতুল আর পাঁপড় বেলুন, টানা রথ।
না ফুরোনো পথ ছিল আর ছিল বেহিসেবি সাঁঝ,
নীল কাননের চা ও মিষ্টিঘরের আন্দাজ।
পাঁচ মাথা, কানাগলি রিকশায় ধূমহীন গুল,
বটতলা আলু চপ মাটি ছুঁয়ে বকুলের ফুল।
রূপছায়া, পাম গাছ ব্ল্যাকার সুনীলদার হাসি
ছায়া ছায়া সন্ধ্যার অনাবিল ভালোবাসাবাসি।
তেঁতুল তলায় ছিল উদ্দাম রোদেলা দুপুর
শীত ছুঁয়ে মেলা ছিল, ধামসা ও মাদলের সুর।
লাজুক কিশোর চোখে স্বপ্নের বিনোদ মঞ্জরী
দু বিনুনি, সাইকেল, বৃষ্টি মেঘের মন চুরি।
যাত্রাপালার রাত শান্তিগোপাল, ভিড় ধুলো
সার্কাস, জলসায় কেটে যাওয়া মিঠে দিনগুলো।
পুনশ্চ বলাকা ডি এম হলের সেই স্টেজ,
নাচ গান, কাঁচা মন প্রেম-চিঠি, খাতা ছেঁড়া পেজ।
ফিরে এসো বলি তবু অতীতের ফেরা নয় খেলা
কি ভাবে হারিয়ে গেল সেই দিন, সেই ছেলেবেলা।