শীত ফুরোলে রোদের বাড়াবাড়ি, শীত ফুরোলে হাঁপিয়ে ওঠা পথ
খড়খড়িতে জং লেগেছে ভারী, খিড়কি খোলো, দেখার মনোরথ।
শিমুল পলাশ ভরিয়ে দিল লালে, সুর ভুলে গায় কোন কোকিলের ছা
পাগল হাওয়ার রেশ লেগেছে পালে শীত ফুরোলে পথের টানে পা।
রাত্তিরে আর ওম খোঁজে না মন, গ্রাম্য সকাল বকুল ছড়াছড়ি
বিকেল হলেই উড়ান দেয়ার ক্ষণ, দুপুর বেলায় মন খারাপে মরি।
ল্যাম্প পোস্টে আটকে থাকে সুতো, কাগজে ঘুড়ি কখন গেছে ছিঁড়ে
দৃষ্টি দিলে, তাতেই তো আপ্লুত, নইলে কবেই যাই হারিয়ে ভিড়ে।
কদিন পরে হোলির হুড়োহুড়ি, খেলব হোলি তোমার সাথে শখ
স্বপ্নে দেখি মিটল বুঝি দুরি, আবীর রং আর ভাঙ-এরই বকবক।
আকাশ কুসুম ভাবতে লাগে বেশ, খোয়াব দেখায় পয়সা লাগে নাকি
রূপ রূপসী তোমার কালো কেশ, আমি গাঁয়ের জংলী ফিঙে পাখি।
চাঁদ ঢেলে দেয় জোছনা তোমার ঘরে, আমার ঘরে মোমবাতিরই আলো
অবিরে লাল  রঙিন এই শহরে লুকিয়ে দেখাই আমায় মানায় ভালো।


শীত ফুরোলে অবাক খেয়াল যত জ্বালিয়ে মারে কাজের ফাঁকে ফাঁকে
শীত ফুরোলেই বসন্ত আসবে তো, মনেও সবার বসন্ত কি থাকে?