সাল গিয়েছে পাল্টিয়ে
চিকেন মাটন সাল্টিয়ে
চুপটি করে ঘাপটি মেরে
বোস ঘরেতেই কাল্টিয়ে
খুব ভোগালো বিংশ সাত
আঁচড়ালো তার হিংস্র হাত
রক্ত তাজা ঝরছে, আঠাশ
আনুক এবার ভিন্ন স্বাদ
দিন দুনিয়া সুস্থ হোক
বাঁচছে আশায় ত্রস্ত লোক
আগের মতোই চাই পৃথিবী
চায় কে বলো এই দোজখ
আজ  তবু নববর্ষ তে
অভ্যাসে মন হর্ষতে
সামলে থাকো, আগলে রাখো
দাও কান পরামর্শতে
আসবে আবার মুক্ত দিন
রামধনু ভোর, শাম রঙিন
থাকলে বেঁচে উঠবো নেচে
কাটুক ঘরেই আর ক’ দিন।