তখনো অবোধ মাস,
ধোঁয়া ওঠা অবকাশ, খেলে চলে জনপদ খেলা
অকারণ বৃষ্টিতে, তখনো শিখিনি বাঁচা
এলোমেলো রং মাখা বেলা।


এক দুই তিন করে
অবহেলা ঘোরে ফেরে,  দু কাঁধে কখন চাপে দায়
ভেতরে চাতক মন শান্তি সমাধি খোঁজে,
ভালোবাসা গভীরে হারায়।


তারপর গতানুগতিক
কি যে ভুল কি যে ঠিক, মিলেমিশে সব একাকার
একটেরে চৌখুপী চিলেকোঠা দিন রাত
শিকড় খোঁজায় বারবার।


এমনি বয়স হয়
একোয়ারিয়াম ময় মাছেদের আঁকিবুকি খেলা।
বিষণ্ণ ওষুধের পাতারা তামাদি হলে
পরে থাকে বৃথা কালবেলা।