রাখতে গিয়েও তাল কেটে যায়
তোমার আমার সখ্যে
সংকোচ বা অহং নামের শব্দ
নিঃশব্দের ঝগড়া বিবাদ, সাত অভিমান বক্ষে
একটুখানি নরম হওয়া,
সময়মত করলে উপলব্ধ
বইত কি আর নিঝুম তুফান, বৃষ্টি ধারা চক্ষে?
কষ্ট নিলে হয় নাকি কেউ জব্দ?
উল্টে ব্যাথা পশার বাড়ায়
এমৎ উপলক্ষে।
তাই তো তাবত প্রেমের প্লাবন, হঠাৎ করে স্তব্ধ
তাই তো আষাঢ়, তাই তো শ্রাবণ
তোমার আমার সখ্যে।