নীল আকাশে উড়তে যদি চাও
দাও ছড়িয়ে দুহাত হাওয়ার সাথে,
নাই বা উড়লে পাখির মতন, তাও
নামবে ঠিকই আকাশ তোমার হাতে।


চাইতে হবে হৃদয় উজাড় করে
চাওয়ার মাঝে চলবে নাতো ফাঁকি,
এদিক ওদিক চাইলে দুচোখ ভরে
পরবে ফাঁকে, চলবে না চালাকি।


মিথ্যে মিথ্যি করলে পুকুর চুরি
সেই পুকুরই ডুবিয়ে দিল শেষে,
একটা মিছে বলায় ভূরি ভূরি
সত্যি এলে, যেতেই হবে ভেসে।


সবার কাছে মুখ লুকোবে জানি
নিজের বেলা কোন চুলোতে যাবে?
মনের আয়না দেখাবে বেইমানি
আপন বুকেই ভুলের ফাটল পাবে।


তিন দিনেরই জীবন বই তো নয়
মেলাও নজর নিজের সাথে হেসে,
হাত বাড়িয়ে নাও খুঁজে অন্বয়
দেখবে সবাই ডাকছে ভালোবেসে।