ওহে অনির্বাণ,
তুমি কি কভু হারাইবে আঁধারে ?
তবো শিখা আজও উজ্জ্বল রত্নাকর।
গিয়াছিলাম নিভাইতে তবো দ্বীপশিখা-
মিশকালো আঁধারের ছদ্মবেশে।
মোর অহমিকা তখন বটবৃক্ষ সম
ভেবেছিনু কি তবো স্বীকৃতি?
ঐ তো ক্ষীণ একটি শিখা।
আভিজাত্যের নাগপাশে বুঝাইবো তবো তনু
হলাহলের বাতাস ঢালিয়াছিলাম তবো চারিপাশে
তবো সহিত তুলনা করিয়াছিলাম দাবানলের
তোমা বক্ষ থেকে কাড়িয়া লইলাম তবো অংশ
তুমি আজ ক্ষীণ, স্তিমিত, ক্লান্ত
তবু জ্বলিতেছো ধিকধিক করিয়া।
তবো স্মৃগ্ধ ক্ষীণ আলোকছটায়-
আমি কিঞ্চিত আলোকিত হতে পারলাম কি?