হে বিপ্লব, তুমি আসো বারে বারে,
তবু পৃষ্ঠ হও স্বার্থের পদতলে।
যৌবনের তুমি উত্তপ্ত লার্ভা।
তোমায় আলিঙ্গনে বহু কিশোর-
গিয়াছে অস্তাচলে।
তবু তুমি হও নাই সম্পৃক্ত কভু,
যোজনের পাড়ি বিরাজে তবো শাখা প্রশাখা।
তবো খ্যাতি সর্বদা অন্তিম শিখরে।
কারণ তুমি একাধারে হিংসারও বন্ধু,
আবার অহিংসারও অঞ্জাতকুলশীল জাতক।
আবার উন্নয়নের চাবিকাঠি।
পরিবর্তনের ধজা তুমিই বহিয়া লইয়া চলো।
লক্ষ কোটি গান ও কবিতা,তবো প্রেয়সী।।
তবুও কেন তুমি শুধুই শূন্যতার প্রতীক?
প্রশ্ন জাগে মনে......