তুই কি কোনদিন ঝড় হতে পারবি?
তাহলে, তোর হিমেল পরশ-
প্রানভরে অনুভব করতাম।
নাহলে, জোছনার চাঁদ আর-
দিবালোকের সূর্যের তফাতটা থেকেই যাবে।
গুটি বসন্তের মতো শুধুই-
গজিয়ে উঠবো আনাচে কানাচে।
প্রবাহ বয়ে নিয়ে চলে শর্করা,
প্রাণের ডাক এই আসলো বলে।
আয়-না একদিন,
ঢেকে দে আমার এই আকাশটাকে
উষ্ণ ধরিত্রী সিক্ত হবার জন্য উদগ্রীব।
আয়-চলে-আয়।।